AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোববার সীমিত পরিসরে খুলছে মাইলস্টোন কলেজ, শুরুতেই হচ্ছে না ক্লাস


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:০২ পিএম, ২ আগস্ট, ২০২৫

রোববার সীমিত পরিসরে খুলছে মাইলস্টোন কলেজ, শুরুতেই হচ্ছে না ক্লাস

বিমান দুর্ঘটনার প্রেক্ষাপটে তিন দফা ছুটি শেষে আগামী রোববার (৩ আগস্ট) সীমিত পরিসরে খোলা হচ্ছে রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ। তবে এই দিনে পাঠদান কার্যক্রম চালু করা হবে না—শুধু শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতি ও স্বাভাবিক পরিবেশে ফিরে আসার উদ্দেশ্যে ক্যাম্পাস খুলে দেওয়া হবে।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কলেজটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। তিনি বলেন, “সম্প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনার মানসিক প্রভাব শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সবার ওপরই পড়েছে। তাই আমরা ক্লাস শুরুর আগেই ধাপে ধাপে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরাতে চাই।”

তিনি জানান, রোববার নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য কলেজ খুলে দেওয়া হলেও ক্লাস বা একাডেমিক কার্যক্রম শুরু হবে না। শিক্ষার্থীরা শিক্ষক-বন্ধুদের সঙ্গে দেখা করে মানসিক স্বস্তি ফিরে পাওয়ার সুযোগ পাবে। এই ধাপটি পুনরুদ্ধারের প্রাথমিক অংশ হিসেবে দেখা হচ্ছে।

কলেজে কাউন্সেলিং কার্যক্রম চালু রয়েছে, শিক্ষকদের পাশাপাশি বিমানবাহিনীর সহযোগিতায় একটি চিকিৎসা সহায়তা ক্যাম্পও পরিচালিত হচ্ছে। এতে শিক্ষার্থীরা মানসিক ও শারীরিক বিষয়ে পরামর্শ নিতে পারছে।

শাহ বুলবুল বলেন, “আমরা বিশ্বাস করি—এই কঠিন সময়ে পারস্পরিক সহানুভূতি, ভালোবাসা ও সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। কলেজ পরিবার একসঙ্গে থেকে ধীরে ধীরে এই সংকট কাটিয়ে উঠবে।”

উল্লেখ্য, ২১ জুলাই সংঘটিত ভয়াবহ বিমান দুর্ঘটনার পর মাইলস্টোন কলেজ তাৎক্ষণিক ছুটি ঘোষণা করে। পরবর্তীতে তা তিন দফায় বাড়ানো হয়। সর্বশেষ ঘোষণায় ২ আগস্ট পর্যন্ত ছুটি ছিল। এ সময়েও কলেজে কন্ট্রোল রুম চালু রাখা হয় এবং আহতদের সহযোগিতায় প্রশাসনিক কার্যক্রম অব্যাহত থাকে।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!