AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
লক্ষ্মীপুরে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

শাহবাগে জুলাই যোদ্ধাদের পক্ষে-বিপক্ষে মারামারির ঘটনায় আমরা ব্যথিত


Ekushey Sangbad
মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
০৮:০৪ পিএম, ২ আগস্ট, ২০২৫

শাহবাগে জুলাই যোদ্ধাদের পক্ষে-বিপক্ষে মারামারির ঘটনায় আমরা ব্যথিত

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “শাহবাগে ‘জুলাই যোদ্ধা’দের পক্ষে-বিপক্ষে সংঘর্ষের ঘটনায় আমরা ব্যথিত এবং আহত। রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে সামনে আমাদের জন্য বড় বিপদ অপেক্ষা করছে।”

শনিবার (২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইউনিয়নের চাঁদখালী এ রব উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, “আমি-আপনি, আমরা সবাই-ই জুলাই যোদ্ধা। কিন্তু কিছু ব্যক্তি যদি ‘জুলাই যোদ্ধা’র নাম ব্যবহার করে দল ও দেশের বদনাম করে, আমাদের ব্যথিত করে, তাহলে সেটি খুবই দুঃখজনক। যারা এই নাম ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তারা মূলত ফ্যাসিস্টদের জন্য পথ খুলে দিচ্ছে।”

বিএনপি নেতা এ্যানি বলেন, “আমরা সবাই মিলে আন্দোলন করলাম হাসিনার বিরুদ্ধে। গুম-খুন থেকে শুরু করে হেলিকপ্টার থেকে শিশু হত্যার অভিযোগও রয়েছে। শেখ হাসিনা পালিয়েছে—এই দাবি করে আন্দোলনকারীরা একসঙ্গে কাজ করেছিল। এখন এক বছরের মধ্যে কেন আমরা বিভক্ত হব? জনগণ এটা ভালোভাবে নিচ্ছে না।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক দল ও নেতাদের ঐক্যবদ্ধ হতে হবে। না হলে আমাদের ওপর আবার দমন-পীড়ন নেমে আসবে। আমি-আপনার ওপর অত্যাচার হোক, সেটা এক জিনিস। কিন্তু আমাদের কারণে সাধারণ জনগণের ওপর নির্যাতন নেমে আসুক—এটা মেনে নেওয়া যায় না। আসুন, সবাই মিলে গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করি, নির্বাচন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাই।”

শেখ হাসিনার বিচার প্রসঙ্গে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “হাসিনার নির্দেশেই দেশে গুম, খুন, নির্যাতনের ঘটনা ঘটেছে। তার বিচার এখনও হয়নি। তাকে ক্ষমা করার সুযোগ নেই। যদি কোনো অন্তর্বর্তীকালীন সরকার এই বিচার না করে, তবে জনগণের সরকার ক্ষমতায় এসে এই বিচার নিশ্চিত করবে। বিএনপি সেই জনগণের সরকারের নেতৃত্ব দেবে—তারেক রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে।”

সভায় সভাপতিত্ব করেন লাহারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন—জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুগ্ম আহ্বায়ক শাহ মো. এমরান ও সদস্য সচিব মোখলেছুর রহমান হারুন প্রমুখ।

 

একুশে সংবাদ/ল.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!