গণঅভ্যুত্থানের স্মৃতি তুলে ধরতে ঢাকার মেট্রোরেল পিলারে আঁকা গ্রাফিতিগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (১ আগস্ট) বিজয় সরণি মেট্রোরেল স্টেশন চত্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেন, “এই শিল্পকর্মগুলো আমাদের অতীতের দুঃসময় এবং জনগণের দৃঢ় প্রতিরোধের কথা স্মরণ করিয়ে দেয়। বিশেষ করে স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের সংগ্রামকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “আমরা চাই না দেশে আর কখনো একদলীয় শাসনের পুনরাবৃত্তি হোক। গ্রাফিতির মাধ্যমে সেই ঐতিহাসিক বার্তাগুলো শহরের প্রতিটি পথচারীর কাছে পৌঁছাবে।”
উল্লেখ্য, মেট্রোরেলের পিলারে আঁকা এসব গ্রাফিতিতে গত ১৬ বছরে ঘটে যাওয়া নিপীড়ন, নাগরিক প্রতিরোধ এবং জুলাই মাসের গণআন্দোলনের প্রতিফলন তুলে ধরা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে