ঝালকাঠিতে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ৩১ জুলাই উদযাপন উপলক্ষে প্রতিটি বিদ্যালয় ২ হাজার ৫০০ টাকা করে অর্থ বরাদ্দও পায়। কিন্তু বেশ কয়েকটি বিদ্যালয়ে অনুষ্ঠান আয়োজন না করে কেবল ব্যানার টানিয়ে ছবি তুলে বরাদ্দ আত্মসাতের অভিযোগ উঠেছে। এমনকি অনেক স্কুল গত বছরের ‘তারুণ্যের উৎসব’ ব্যানার ব্যবহার করেছে বলেও জানা গেছে।
এর আগে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ২২-২৪ জুলাই পর্যন্ত নির্ধারিত সব অনুষ্ঠান স্থগিত করে সরকার। পরে নতুন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠানটি ৩১ জুলাই পালনের নির্দেশনা দেয় মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়, “মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কারণে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর ২২-২৪ জুলাই নির্ধারিত অনুষ্ঠানমালা স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত অনুষ্ঠানসমূহ আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে।”
তবে সরেজমিনে ঝালকাঠি সদর উপজেলার বেশ কয়েকটি স্কুলে গিয়ে ভিন্ন চিত্র দেখা গেছে। মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোনো অনুষ্ঠান হয়নি। মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম দাবি করেন, তারা অনুষ্ঠান করেছেন এবং ব্যানার রয়েছে। তবে তা ‘আগের তারুণ্যের উৎসবের’ ব্যানার। শিক্ষার্থীদের জিজ্ঞেস করলে তারা জানায়, স্কুলে কোনো অনুষ্ঠান হয়নি।
নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত শিক্ষকরা জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসিমা আক্তার ছুটিতে রয়েছেন। ব্যানার প্রসঙ্গে প্রশ্ন করলে জানান, ‘ম্যাডাম ব্যানার করেছেন, তবে তা স্কুলে নেই।’ কেন ব্যানার প্রধান শিক্ষকের কাছে আছে, এর সদুত্তর কেউ দিতে পারেননি।
অন্যদিকে, রাজাপুর সরকারি প্রাথমিক, প্রতাপমহল, কিস্তাকাঠি, নেহালপুর, কিফাইত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরও অনেক স্কুলে “জুলাই-আগস্ট অভ্যুত্থান” বিষয়ে কোনো ব্যানার দেখা যায়নি। বরং ‘তারুণ্যের উৎসব’ লেখা পুরনো ব্যানারেই অনুষ্ঠান পালন করা হয়। পুরস্কার হিসেবে কলম, টিফিন বক্স, পেনসিল বক্স বিতরণ করতে দেখা গেছে।
ঝালকাঠি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, “যেসব স্কুল জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান আয়োজন করেনি বা নির্দেশনা অনুযায়ী ব্যানার ব্যবহার করেনি, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে