আসন্ন ৫ আগস্ট বিকেলে ‘জুলাই ঘোষণাপত্র’ দেশের জনগণের সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
শনিবার (২ আগস্ট) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করা হয়েছে। গণঅভ্যুত্থানে জড়িত সব পক্ষের অংশগ্রহণে ৫ আগস্ট বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাপত্র জাতির সামনে প্রকাশ করা হবে।”
ঘোষণার স্থান, অংশগ্রহণকারী পক্ষ ও আনুষ্ঠানিকতার বিষয়ে বিস্তারিত তথ্য দ্রুত জানানো হবে বলেও প্রেস উইং সূত্রে জানানো হয়।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে