রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় ৩ জন নিহত হয়েছেন এবং দগ্ধ ৬০ জনকে নেয়া হয়েছে বার্ন ইউনিটেলে নেয়া হয়েছে।
দুপুর সাড়ে ৩টায় সময় সংবাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংবাদদাতা হায়দার আলী জানিয়েছেন, বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ অন্তত ৬০ জনকে বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিমা খানম একজনের মৃত্যুর তথ্য জানিয়েছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।
ফায়ার সার্ভিস জানায়, উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশন থেকে পাঠানো ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
জানা গেছে, উত্তরার মাইলস্টোন কলেজের পাশে একটি খোলা মাঠে বিমানটি বিধ্বস্ত হয়। তখন স্কুলের প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান চলছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি আছড়ে পড়লে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
একুশে সংবাদ/এ.জে