AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালাইয়ে জ্বিন-চিকিৎসার নামে প্রতারণা, লাখ লাখ টাকার ফাঁদ


Ekushey Sangbad
আব্দুল্লাহ সউদ, কালাই, জয়পুরহাট
০২:৫০ পিএম, ২ অক্টোবর, ২০২৫

কালাইয়ে জ্বিন-চিকিৎসার নামে প্রতারণা, লাখ লাখ টাকার ফাঁদ

জয়পুরহাটের কালাই উপজেলায় “জ্বিনের মাধ্যমে চিকিৎসা” দেওয়ার নামে প্রতারণার ঘটনা রমরমা আকার ধারণ করেছে। পুনট ইউনিয়নের নয়াপাড়া গ্রামের জাহেরা বিবি (বানেছা পরী) নামের এক নারী দীর্ঘদিন ধরে গ্রামের সহজ-সরল মানুষদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।

প্রতারণার কৌশল হলো—জ্বিন রোগ নির্ণয়, অপচিকিৎসা, আঙুলের ‘ইনজেকশন’, তেল-পানি পড়া, ঝাঁড়ফুঁক এবং রোগীর ভবিষ্যৎ জানিয়ে অর্থ আদায়। অভিযোগ আছে, একেকজন রোগীর কাছ থেকে ৫ হাজার থেকে লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়। স্থানীয়রা বলছেন, বানেছা পরী এবং তার পরিবার ধর্মীয় আবরণে নিজেদের “পীর, জ্বিন” পরিচয়ে দাবি করেন। তবে বাংলা বা আরবি ভাষায় কোনো চিকিৎসাগত যোগ্যতা নেই।

স্থানীয় সাংবাদিকদের প্রতিবাদে পরিবারটি হুমকি দেয়। চিকিৎসা নিয়ে প্রশ্ন করা হলে তারা বলেন, “টাকার দরকার, বন্ধ করতে পারলে বন্ধ করুন।” প্রশাসনের কাছে বহুবার অভিযোগ করেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার মাহফুজ আলম বলেন, “চিকিৎসা দেওয়ার অধিকার কেবলমাত্র নিবন্ধিত চিকিৎসকদের রয়েছে। এই ধরনের কর্মকাণ্ড জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি।”
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন জানান, “জ্বিন দিয়ে অপারেশনের বিষয়টি প্রথমবার আমাদের নজরে এসেছে। এটি ফৌজদারি অপরাধ, দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান বলেছেন, “এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড বন্ধ করা হবে। মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানাই।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!