“মানুষ আমার শক্তি, মানুষের উন্নয়নই আমার লক্ষ্য”—এই ভাবনাকে সামনে রেখে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় এসেছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের আহসান উল্লাহ্ শিকদার তমাল।
বুধবার (১ অক্টোবর) তিনি ইউনিয়নের সকল দুর্গামন্দির পরিদর্শন করে পূজারি, ভক্ত ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি স্থানীয়দের সুখ-দুঃখ ও উন্নয়ন বিষয়ক মতামত গ্রহণ করেন।
বাসুদেবপুর গ্রামের অনিল সাহা বলেন, “তমাল শিকদারের এই পরিদর্শন প্রমাণ করেছে যে তিনি শুধু একজন জনপ্রতিনিধি প্রার্থী নন, বরং গালা ইউনিয়নের একজন নিবেদিত প্রাণ সদস্য।”
মন্দির পরিদর্শনের পরে তমাল বলেন, “গালা ইউনিয়ন আমার পরিবার। পরিবারের সকল সদস্যের সুখ-দুঃখের অংশীদার হওয়া আমার কর্তব্য। দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব। এই সময়ে সকলের পাশে থাকা এবং তাঁদের নিরাপত্তা ও মঙ্গলের জন্য প্রার্থনা করা আমার দায়িত্ব।”
একুশে সংবাদ/এ.জে