AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন জামায়াতের আমির


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:৪৩ এএম, ২০ জুলাই, ২০২৫

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন জামায়াতের আমির

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এই ধন্যবাদ জানান।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ চলাকালে অসুস্থ হয়ে পড়ার পর প্রধান উপদেষ্টা তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। এমনকি উপদেষ্টার প্রেস সচিবকে হাসপাতালে পাঠিয়েও খোঁজখবর নেওয়া হয়েছে বলে জানান তিনি। এজন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং বলেন, এই সহমর্মিতা সবসময় স্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, শনিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্যের সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। কিছুক্ষণ পর তিনি সুস্থ হয়ে বক্তব্য শেষ করেন। পরে জানা যায়, তীব্র গরমের কারণেই তার শরীর খারাপ হয়েছিল। সমাবেশ শেষ হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!