জুলাই-আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নকে একটি দীর্ঘ ম্যারাথনের সঙ্গে তুলনা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব। তিনি বলেন, সময় যতই লাগুক, এই স্বপ্ন বাস্তবায়ন করতেই হবে।
শুক্রবার (১৮ জুলাই) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত প্রতীকী ম্যারাথন শেষে এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, “এই ম্যারাথনে আমাদের কারও বিশেষ প্রশিক্ষণ ছিল না। ঠিক তেমনি, জুলাইয়ে যারা সংগ্রাম করেছিলেন, তাদেরও লেথাল ওয়েপনের বিরুদ্ধে যুদ্ধের কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছিল না। তারা দেশপ্রেমের শক্তিতে লড়েছেন।”
তিনি আরও বলেন, “এই লড়াইয়ের মাধ্যমেই আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। জুলাইয়ের স্বপ্ন পূরণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।”
এ প্রতীকী ম্যারাথনে শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি এবং প্রায় ৭০০ প্রতিযোগী অংশ নেন।
একুশে সংবাদ/চ.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

