অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
জানা গেছে, তিনি জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ঝিনাইদহ-১ আসনে প্রার্থী হতে যাচ্ছেন।
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে করা আপিলের শুনানি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, “আমি মনোনয়ন চেয়েছি। আমি আশাবাদী যে মনোনয়ন পাবো।”
তিনি আরও জানান, শিগগিরই তিনি তার দায়িত্ব থেকে পদত্যাগ করবেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

