AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চরভদ্রাসনে সন্ত্রাসবিরোধী আইনে ইমরান হোসেন গ্রেপ্তার


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৮:০৮ পিএম, ৬ নভেম্বর, ২০২৫

চরভদ্রাসনে সন্ত্রাসবিরোধী আইনে ইমরান হোসেন গ্রেপ্তার

ফরিদপুরের চরভদ্রাসন থানার পুলিশ সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩) অনুযায়ী মো. ইমরান হোসেন (২৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার বেপারী ডাঙ্গী গ্রামের মৃত মো. খলিল বেপারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ইমরান হোসেনের বিরুদ্ধে এই আইনসহ মোট সাতটি মামলা রয়েছে। এর মধ্যে চরভদ্রাসন থানায় দায়ের হওয়া মামলাগুলো হলো:এফআইআর নং ৫/৮৯ (১৩ ডিসেম্বর ২০১৭), ৩/৬০ (৪ জুলাই ২০১৮), ৮/১৬ (১৯ ফেব্রুয়ারি ২০২০), ৪/২৩ (১৫ এপ্রিল ২০২০), ১/৪৫ (২ আগস্ট ২০২২), ৪ (৭ নভেম্বর ২০২৪), ১ (২ অক্টোবর ২০২৫) ।

এসব মামলায় তার বিরুদ্ধে হামলা, গুরুতর আঘাত, চুরি, চাঁদাবাজি, ভয়ভীতি ও হত্যাচেষ্টাসহ দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৫০৬ ইত্যাদি ধারায় অভিযোগ আনা হয়েছে।

গতকাল সকাল ৮টার দিকে, ওসি সিরাজউল্লাহ খানের নেতৃত্বে এসআই ফরহাদ হোসেন ও ফোর্স অভিযান চালিয়ে ইমরানকে গ্রেপ্তার করেন। পরে ৫ অক্টোবর দুপুর ১টায় তাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো. রজিউল্লাহ খান বলেন, “ইমরান হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক মামলা রয়েছে। অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।”

সন্ত্রাসবিরোধী আইনের ৮, ৯(৩), ১০, ১১ ও ১৩ ধারায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার, ভয়ভীতি সৃষ্টি এবং সংগঠন পরিচালনার অভিযোগ থাকায় প্রমাণিত হলে আজীবন কারাদণ্ড পর্যন্ত শাস্তির বিধান রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!