AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরকারকে স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে ৮ ইসলামি দল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৫৮ পিএম, ৬ নভেম্বর, ২০২৫

সরকারকে স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে ৮ ইসলামি দল

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে জামায়াতসহ আটটি ইসলামি দল পদযাত্রা শুরু করে যমুনা অভিমুখে।

পদযাত্রা শুরু হয় দুপুর ১২টায় পুরানা পল্টন মোড় থেকে। এতে দলের শীর্ষ নেতৃত্বসহ সবস্তরের নেতাকর্মীরা অংশ নেন। আগে সকালেই শাপলা চত্বর থেকে মিছিল শুরু করে দলগুলো এবং সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।

সংক্ষিপ্ত সমাবেশে দলগুলোর নেতারা সরকারকে তাগিদ দেন—গণভোট নির্বাচনের আগে অবশ্যই হবে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হবে এবং জাতীয় নির্বাচনের জন্য সমান সুযোগের পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা হবে।

দলগুলোর পাঁচ দফা দাবি হলো:

১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন।

২. জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু করা।

৩. সকল প্রার্থীর জন্য নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

৪. ‘ফ্যাসিস্ট’ সরকারের জুলুম, নির্যাতন ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

অংশ নেওয়া ইসলামি দলগুলোর মধ্যে রয়েছে: জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!