দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের নির্ধারিত রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক বলে জানিয়েছেন সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।
তিনি বলেন, নির্বাচন সম্পন্ন হলে দেশের সার্বিক স্থিতিশীলতা আরও মজবুত হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
বুধবার (৫ নভেম্বর) ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে সেনাবাহিনীর কার্যক্রমসংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
জিওসি মাইনুর রহমান বলেন, “সরকার এখন পর্যন্ত যে নির্বাচন রূপরেখা প্রণয়ন করেছে, সেনাবাহিনী সেটির ওপর ভিত্তি করেই প্রস্তুতি নিচ্ছে। প্রশিক্ষণ কার্যক্রমে আমরা নির্বাচনের সময় সম্ভাব্য করণীয়গুলোর ওপর গুরুত্ব দিচ্ছি।”
তিনি আরও বলেন, “গত ১৫ মাস ধরে সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সহায়তায় মাঠে আছে। এটি সহজ পরিস্থিতি ছিল না, বরং ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। তবু আমাদের সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।”
সেনা কর্মকর্তা বলেন, “আমরা চাই নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা আসুক, যাতে সেনাবাহিনী নিজেদের মূল দায়িত্ব— প্রতিরক্ষা ও যুদ্ধ প্রস্তুতিতে— আবার পূর্ণভাবে মনোযোগ দিতে পারে।”
তিনি আরও জানান, শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর প্রধান দায়িত্ব যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। কিন্তু দীর্ঘ সময় মাঠে থাকায় সেই প্রশিক্ষণ কিছুটা সীমিত হচ্ছে।
“আমরা আশা করি, সুষ্ঠু নির্বাচন হলে দেশ আরও স্থিতিশীল হবে এবং সেনাবাহিনী সেনানিবাসে ফিরে গিয়ে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পুনরায় চালু করতে পারবে,” যোগ করেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

