সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনে থাকা সচিবালয়ের বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনায় বসেছেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। আজ বিকেল পৌনে ৩টায় রাজধানীর ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করছেন ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ। বৈঠকে আরও পাঁচজন সচিব উপস্থিত রয়েছেন।
সচিবালয়ের আন্দোলনরত কর্মচারীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও এ বৈঠকে অংশ নিয়েছেন।
সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশের প্রতিবাদে গত ২৪ মে (শনিবার) থেকে লাগাতার আন্দোলনে রয়েছেন সচিবালয়ের কর্মচারীরা। চতুর্থ দিনের মতো আজ মঙ্গলবারও তারা বিক্ষোভ করেছেন। এদিন সচিবালয় এলাকা ঘিরে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। র্যাব, সোয়াত, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা অবস্থান নেন সচিবালয়ের প্রবেশপথে।
এর আগে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ জরুরি বৈঠক করেন কয়েকজন সচিবকে নিয়ে। সেখানে সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনার জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয় এবং আন্দোলনরত কর্মচারীদের সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয় ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদকে।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মো. নুরুল ইসলাম দুপুরে সাংবাদিকদের বলেন, “ভূমি সচিব আমাদের সঙ্গে আলোচনায় বসেছেন। বৈঠকের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আন্দোলন অব্যাহত থাকবে কি না কিংবা আমরা কর্মবিরতিতে যাব কি না, তা বৈঠকের পর জানানো হবে।”
চাকরি সংশোধন অধ্যাদেশের কারণে কর্মচারীরা বেতন-ভাতা, পদোন্নতি এবং চাকরি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছাতে সরকারের উচ্চ মহল উদ্যোগ নিচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
সচিবালয়ের পরিবেশ যাতে শান্ত থাকে, সেজন্য প্রশাসনিক ও নিরাপত্তামূলক প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
একুশে সংবাদ/জা.নি/এ.জে