চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২২ কোটি ১৬ লাখ ৯৭ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে পৌরসভার সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাজিব হোসেন।
বাজেট উপস্থাপনকালে রাজিব হোসেন বলেন, “অপ্রাসঙ্গিক ব্যয় পরিহার করে সঠিক খাতে ব্যয় নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। শিক্ষা, ক্রীড়া, মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং মানবিক কর্মকাণ্ডে বরাদ্দ রেখে এই বাজেট প্রণয়ন করা হয়েছে।”
ঘোষিত বাজেটে মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি ৬৮ লাখ ১২ হাজার টাকা এবং রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৪৮ লাখ ৮৪ হাজার টাকা।
বাজেট ঘোষণার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জুনায়েদ আফসার, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ. না. ম. সালাউদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে