আসন্ন কয়েকদিন অন্তর্বর্তী সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নির্ধারক সময় হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, “আগামী পাঁচ-ছয় দিন সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যেই বোঝা যাবে আমরা কোন পথে এগোচ্ছি।”
তিনি জানান, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে প্রধান উপদেষ্টা তার অবস্থানে অটল রয়েছেন।
প্রেস সচিব আশাবাদ ব্যক্ত করে বলেন, “যদি জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকে, তাহলে আগামী নির্বাচন হবে উৎসবমুখর, অবাধ ও নিরপেক্ষ।”
অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “অভ্যুত্থানের পর দেশের অর্থনীতি ছিল চরম চাপের মুখে। সেই সংকট থেকে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাটাই সরকারের অন্যতম অর্জন।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “নির্বাচন সামনে রেখে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করার চেষ্টা চলছে।”
চাঁদাবাজির বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট জানিয়ে শফিকুল আলম বলেন, “এ বিষয়ে সরকারের নীতি হলো ‘জিরো টলারেন্স’। সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে, যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/স.ট/এ.জে