“ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করাই আমাদের মিশন। এই পবিত্র দায়িত্ব পালনে কোনো অবহেলা চলবে না।” — বরিশালের উজিরপুরে আয়োজিত এক প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও বরিশাল-৫ (সদর) আসনের প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৫টায় উজিরপুর উপজেলার ভবানীপুর হাজী ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে উপজেলা জামায়াতে ইসলামী।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মো. খোকন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাডভোকেট হেলাল।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর, বরিশাল-৪ আসনের প্রার্থী অধ্যাপক মাওলানা মো. আবদুল জব্বার, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা নায়েবে আমীর, বরিশাল-২ আসনের প্রার্থী মাস্টার আবদুল মান্নান, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক সাইয়েদ আহমেদ খান বাচ্চু, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আজম খান, জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা কাওসার হোসাইন ।
সম্মেলনে উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে আগত ভোট কেন্দ্র প্রতিনিধি, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রভিত্তিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
একুশে সংবাদ/ব.প্র/এ.জে