AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুরাদনগরে প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাজায় অংশ নিলেন কারাবন্দি ছাত্রদল নেতা



মুরাদনগরে প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাজায় অংশ নিলেন কারাবন্দি ছাত্রদল নেতা

কুমিল্লার মুরাদনগরে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন কারাবন্দি মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাজিম উদ্দিন। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ৩ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান তিনি।

এর আগে সকাল ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মারা যান নাজিম উদ্দিনের মা খোরশেদা বেগম (৪৮)। রাত সাড়ে ৮টায় পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ছাত্রদল নেতা নাজিমের মায়ের জানাজায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তার মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মুরাদনগরে ছাত্রদল নেতা নাজিম উদ্দিনের বিরুদ্ধে ছাত্র সমন্বয়ক ও পুলিশের দায়ের করা পৃথক দুটি মামলায় গত ২৭ জুলাই আদালত তাকে কারাগারে পাঠায়। এর আগে, গত ২৫ মার্চ উপজেলার ছাত্র সমন্বয়ক ওবায়দুল হকের ওপর হামলা ও থানায় ভাঙচুরের অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ৩২ জন নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়।

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!