AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদের দিনে বর্জ্য অপসারণ হবে ১২ ঘণ্টার মধ্যেই: স্বরাষ্ট্র উপদেষ্টা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:০৩ পিএম, ২৫ মে, ২০২৫

ঈদের দিনে বর্জ্য অপসারণ হবে ১২ ঘণ্টার মধ্যেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পর ১২ ঘণ্টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।


রোববার (২৫ মে) কোরবানির পশুর হাট, কাঁচা চামড়া ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির এক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা বলেছি, বর্জ্য ব্যবস্থাপনায় যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। প্রশাসকরা আমাদের আশ্বাস দিয়েছেন, কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরিয়ে ফেলা হবে। ইতোমধ্যে এ বিষয়ে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এজন্য আমি সংশ্লিষ্ট প্রশাসনকে ধন্যবাদ জানাই।”


তিনি আরও জানান, ঈদের প্রথম দিনই প্রায় ৯০ শতাংশ কোরবানি সম্পন্ন হয়। তারপরও তিনদিনব্যাপী কোরবানি চলে। সেই অনুযায়ী বর্জ্য ব্যবস্থাপনায় নজরদারি বজায় থাকবে।


চামড়া ব্যবস্থাপনার বিষয়ে উপদেষ্টা বলেন, “প্রতিবারই দেখা যায়, অনেক চামড়া নষ্ট হয়ে যায়। আমরা চাই, যেসব গরিব মানুষ, এতিমখানা ও মাদ্রাসায় চামড়া দেওয়া হয়, তারা যেন এর ন্যায্য মূল্য পায়। এবার সেই ব্যবস্থাই নেওয়া হয়েছে।”


তিনি বলেন, “আমরা চামড়া বেচাকেনায় ‘হাসিল’ বা কমিশনের হার কমানোর চেষ্টা করেছি। বিক্রেতারা জানিয়েছেন ৫ শতাংশ হাসিল অনেক বেশি। যদিও এবার তা কমানো সম্ভব হয়নি, তবে আগামী বছর থেকে যেন ৩ শতাংশের বেশি না হয়—সে লক্ষ্যে কাজ চলছে।”


এবার ঢাকার দুই পাশে মোট ২০টি কোরবানির পশুর হাট বসানো হচ্ছে। এসব হাটে নিরাপত্তা নিশ্চিত করতে থাকছে আনসার সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পশুর হাটগুলোতে আমরা চিকিৎসকের ব্যবস্থাও রেখেছি। যেন কোনো অসুস্থ গরু বিক্রি না হয়। অনেক সময় হাটে লোকজনও অসুস্থ হয়ে পড়েন, তাদের জন্যও চিকিৎসা সেবার ব্যবস্থা থাকবে।”


একুশে সংবাদ//ঢা.প//র.ন

Link copied!