AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাহবাগে ছাত্রদলের স্লোগানে মুখরিত সমাবেশস্থল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৪১ পিএম, ৩ আগস্ট, ২০২৫

শাহবাগে ছাত্রদলের স্লোগানে মুখরিত সমাবেশস্থল

‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত ছাত্রদলের সমাবেশ শুরু হওয়ার আগেই রাজধানীর শাহবাগ মোড়ে জমে উঠেছে প্রাণচাঞ্চল্য। রোববার (৩ আগস্ট) সকাল থেকে বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা শাহবাগে এসে জড়ো হন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সমাবেশস্থল।

নেতাকর্মীরা রাজধানীর গ্রীষ্মপ্রধান আবহাওয়া ও দীর্ঘ ভ্রমণের ক্লান্তি উপেক্ষা করে নিজ নিজ দলীয় স্লোগানে নিজেদের উদ্দীপ্ত রাখছেন। ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘খালেদা জিয়া ভয় নাই’, ‘জিয়ার সৈনিক এক হও’— এমন নানা স্লোগানে প্রতিধ্বনিত হচ্ছে গোটা শাহবাগ এলাকা।

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব রিফাত বলেন, “সকালেই আমরা শাহবাগে এসে পৌঁছেছি। সকালের নাশতার পর থেকেই আমরা স্লোগান দিয়ে কর্মীদের চাঙা রাখছি। কর্মীরা দলীয় আদর্শে উদ্বুদ্ধ হয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে এসেছে।”

নোয়াখালী জেলা ছাত্রদল নেতা জিয়াউর রহমান রায়হান জানান, শতাধিক নেতাকর্মী নিয়ে তারা শাহবাগে উপস্থিত হয়েছেন। তার ভাষ্য, “সমাবেশ শুরুর আগেও আমাদের কর্মীরা চুপ নেই। স্লোগানের মধ্য দিয়ে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে বার্তা দিচ্ছি— এই দেশে স্বৈরাচারের কোনো স্থান নেই।”

দিনাজপুর থেকে আসা ছাত্রদল নেতা রানা ইসলাম বলেন, “আমরা দূর-দূরান্ত থেকে এসেছি। সমাবেশ শুরু না হওয়া পর্যন্ত স্লোগান চালিয়ে যাচ্ছি, যাতে আন্দোলনের আবহ ধরে রাখা যায়।”

লক্ষ্মীপুর উপজেলা ছাত্রদলের নেতা নিশাতও তার নিজ জেলার নেতাকর্মীদের সঙ্গে শাহবাগে যোগ দিয়েছেন। তাদের সক্রিয় অংশগ্রহণে স্লোগানের তীব্রতা বেড়েই চলেছে।

ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, এই সমাবেশ শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি স্বৈরাচারবিরোধী সংগ্রামে ছাত্রসমাজের ঐক্য ও প্রতিশ্রুতির প্রতিচ্ছবি। শাহবাগে ছড়িয়ে পড়া স্লোগান আর ঐক্যের দৃশ্য সেই বার্তাকেই জোরালো করছে।

 

একুশে সংবাদ/জা.নি/এ.জে

Link copied!