AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৬ আগস্ট থেকে মাইলস্টোন কলেজে ক্লাস শুরু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৫২ পিএম, ৩ আগস্ট, ২০২৫

৬ আগস্ট থেকে মাইলস্টোন কলেজে ক্লাস শুরু

আগামী ৬ আগস্ট (বুধবার) থেকে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আনুষ্ঠানিক পাঠদান কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে তিন মাসব্যাপী কাউন্সেলিং কার্যক্রম চলমান থাকবে।

রোববার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। তিনি জানান, ওই দিন সকাল ৮টা ৩০ মিনিট থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস কার্যক্রম চালু করা হবে। বাকি শ্রেণির ক্লাস পুনরায় চালুর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

অধ্যক্ষ বলেন, “ঘটনার অভিঘাত থেকে শিক্ষার্থীদের ধীরে ধীরে স্বাভাবিক শিক্ষা পরিবেশে ফেরানোর পরিকল্পনায় আমরা ধাপে ধাপে এগোচ্ছি। এখনো পুরোপুরি নিয়মিত শ্রেণিকক্ষে ফেরার পরিবেশ তৈরি হয়নি। আগামীকাল (৪ আগস্ট) ক্লাস থাকলেও তা হবে মূলত কাউন্সেলিংকেন্দ্রিক। শিক্ষকেরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন, তাদের মানসিক অবস্থা বুঝে প্রয়োজন অনুযায়ী কাউন্সেলিং প্রদান করবেন।”

তিনি আরও জানান, ৬ আগস্ট থেকে নিয়মিত ক্লাস কার্যক্রম শুরু হবে। তার আগে শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতির সুযোগ দিতেই ৪ আগস্টের ক্লাসকে একটি ট্রানজিশন ধাপ হিসেবে ধরা হচ্ছে। “এছাড়াও ওই দিন পূর্বনির্ধারিত একটি পরীক্ষাও রয়েছে, যেখানে অভিভাবকদের অধিকাংশই চান শিক্ষার্থীরা যেন অংশ নেয়। তাদের মতে, শিক্ষার্থীরা পড়াশোনায় ফেরার মাধ্যমে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।”

অধ্যক্ষ জিয়াউল আলম আরও বলেন, “আমরা জানি, আমাদের প্রতিষ্ঠান এখন একটি গভীর শোকের সময় পার করছে। এই সময়ে যারা আমাদের পাশে ছিলেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা যাচাই-বাছাই করে কলেজের অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটে প্রকাশ করেছি, যাতে বিভ্রান্তি দূর হয়।”

তিনি জানান, এই তালিকায় কেবলমাত্র কলেজ-সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকদের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও অন্যান্য হতাহতদের অনেকেই দুর্ঘটনায় পড়েছেন, কিন্তু কলেজের সরাসরি অংশ না হওয়ায় তারা এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হননি।

শেষে অধ্যক্ষ আশ্বস্ত করে বলেন, “বর্তমানে কলেজের কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই। আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আহ্বান করি যেন এই সময়ে সকলেই সংবেদনশীলতা ও বাস্তবতার ভিত্তিতে পরিস্থিতি মূল্যায়ন করেন।”

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!