ময়মনসিংহের ভালুকায় ২ আগস্ট (শনিবার) বিকেলে, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতি স্মরণে ভালুকা নবদিগন্ত বয়েজ ক্লাব এর উদ্যোগে ভরাডোবা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো একটি প্রীতি ফুটবল ম্যাচ।
ম্যাচে অংশ নেয় আন্তর্জাতিক দলের আদলে গঠিত দুটি প্রতীকী দল—ব্রাজিল ও আর্জেন্টিনা মুখোমুখি হয় এই প্রীতি ম্যাচে। নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে আর্জেন্টিনা ৪-৩ গোলের ব্যবধানে ব্রাজিলকে পরাজিত করে জয় ছিনিয়ে নেয়। উত্তেজনাপূর্ণ এই খেলা ঘিরে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। দর্শকদের করতালি, উচ্ছ্বাস ও চিৎকারে মুখর ছিল গোটা ভরাডোবা উচ্চ বিদ্যালয় মাঠ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সম্মানিত সদস্য সালাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মফিদুল ইসলাম দুল চৌধুরী।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, ভালুকা উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি সোহাগ সরকার, ভালুকা উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং ভালুকা নবদিগন্ত বয়েজ ক্লাবের সভাপতি সানি আহমেদ সহ আরও অনেকেই।
আয়োজকরা জানান, এই খেলাটি কেবলমাত্র বিনোদনের উদ্দেশ্যে নয়—এটি ছিল সামাজিক সংহতি, সম্প্রীতি ও খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক পথে উৎসাহিত করার একটি প্রয়াস।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের আশ্বাস দেন।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে