AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ: ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার ও বরখাস্ত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৩৬ পিএম, ৮ মে, ২০২৫

সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ: ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার ও বরখাস্ত

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ সদর দপ্তর।

বৃহস্পতিবার (৮ মে) পুলিশ সদর দপ্তরের পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয়, ঘটনার পরিপ্রেক্ষিতে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার এবং একজন তদন্ত কর্মকর্তা ও এসবির (SB) এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে এই তিন কর্মকর্তার পরিচয় প্রকাশ করা হয়নি।

জানা গেছে, ৭ মে রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সাধারণ যাত্রীবেশে দেশ ত্যাগ করেন আবদুল হামিদ। মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন। ইমিগ্রেশনের প্রক্রিয়া সম্পন্ন করে চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ যাওয়ার কথা জানিয়ে দেশ ছাড়েন তিনি।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় আবদুল হামিদসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। এই প্রেক্ষাপটে তাঁর দেশত্যাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে।

 


একুশে সংবাদ/আ.ট/এ.জে

Shwapno
Link copied!