AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

“দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে প্রবাসীদের সহযোগিতায়”—দোহায় প্রধান উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:১৪ এএম, ২৫ এপ্রিল, ২০২৫

“দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে প্রবাসীদের সহযোগিতায়”—দোহায় প্রধান উপদেষ্টা

বাংলাদেশের অর্থনীতি আজ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে প্রবাসীদের অব্যাহত সহায়তার কারণেই— এমন মন্তব্য করেছেন দেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “আপনারা কখনো আমাদের থেকে বিচ্ছিন্ন ভাববেন না, আপনারা আমাদের চালিকাশক্তি।”

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দোহায় কাতার প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন অধ্যাপক ইউনূস।

তিনি বলেন, “আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করি, তখন দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক ছিল। তবে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এবং আপনাদের অদম্য সহযোগিতায় আজ আমরা নতুন করে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছি।”

প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা

সভায় অধ্যাপক ইউনূস ঘোষণা দেন, “বিমানবন্দরে প্রবাসীদের জন্য ভিআইপি মর্যাদায় সেবা নিশ্চিত করা হবে। যাতে প্রবাসীদের যাত্রা শান্তিপূর্ণ ও আনন্দদায়ক হয়, সে ব্যবস্থা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”

পণ্য পরিবহনের খরচ কমানো, বিশেষ করে কার্গো ফি হ্রাসের দাবিতে ব্যবসায়ীদের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “বিমান পরিবহনে গতি আনা এবং কার্গো ভাড়া হ্রাস—এই দুই ক্ষেত্রেই আমরা উচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছি। শুধু ঢাকা নয়, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকেও সহজে পণ্য রপ্তানির ব্যবস্থা নিচ্ছি।”

তিনি আরও জানান, প্রবাসীদের পাসপোর্টসহ সকল সরকারি সেবা অনলাইনে আনা হচ্ছে, যাতে সহজে ও স্বচ্ছভাবে সেবা পাওয়া যায়।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন— পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।

 

একুশে সংবাদ// চ.ট//এ.জে

Shwapno
Link copied!