AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজারবাগ পুলিশ লাইন্সে পুকুরে কনস্টেবলের রহস্যজনক মৃত্যু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:১৫ পিএম, ১৮ এপ্রিল, ২০২৪

রাজারবাগ পুলিশ লাইন্সে পুকুরে কনস্টেবলের রহস্যজনক মৃত্যু

রাজারবাগ পুলিশ লাইন্সের পুকুরে গোসল করতে নেমে রহস্যজনকভাবে তলিয়ে যান কনস্টেবল মো. মমিনুল ইসলাম। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) গণমাধ্যমের হাতে আসে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এমন দৃশ্য।

বুধবার (১৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্সের সিরুমীয়া মাঠের পাশের পুকুরে এ ঘটনা ঘটে।

সিসি টিভি ফুটেজে দেখা যায়, মমিনুল ইসলাম গোসলের উদ্দেশে ঘাটে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এ সময় কথা বলতে বলতে ঘাটের কাছে দুইজনকে আসতে দেখা যায়। তখন তারা মমিনুলের সঙ্গেও কথা বলেন। এরপরপর মমিনুল পুকুরে ঝাঁপ দেন এবং ওই দুইজন  সেখান থেকে চলে যান। কিছুক্ষণ সাতার কাটতে দেখা গেলেও কিছুক্ষণের মধ্যেই পানিতে তলিয়ে যান তিনি।

এ সময় আরেক ব্যক্তিকে দাঁড়িয়ে ফোনে কথা বলতে দেখা যায়। কিছুক্ষণ পর এক ব্যক্তি পুকুরে গোসল করতে নামেন। তিনি সাতরে কিছু দূর গেলেই মমিনুলের মরদেহ ভেসে উঠতে দেখেন। পরে চিৎকার করে অন্যদের ডাক দিলে সেখানে অনেককে জড়ো হতে দেখা যায়।

জানা গেছে, মমিনুল ইসলামের বাড়ি নওগাঁয়। ২০১৫ সালের ১২ নভেম্বর তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

 

একুশে সংবাদ/য.টি/সা.আ

Shwapno
Link copied!