পাবনার ফরিদপুরে বিএনপি অফিসে গুলি, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) রাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে বলে সূত্রে জানা গেছে; তবে তদন্তের স্বার্থে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি। এছাড়া অজ্ঞাত আরও ৩০–৪০ জনকে আসামি করা হয়েছে।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন,
“বিএনপি অফিসে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির এক নেতা মামলা করেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে, আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।”
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা উপজেলা বিএনপি অফিসে গুলি ছোড়ে, ককটেল বিস্ফোরণ ঘটায় ও ভাঙচুর চালায়। পরদিন সকালে পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল ও গুলির খোসা উদ্ধার করে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

