AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভালুকায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারে গণসমাবেশ ও লিফলেট বিতরণ


Ekushey Sangbad
ভালুকা উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ
০৯:৫৯ এএম, ২৩ নভেম্বর, ২০২৫

ভালুকায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারে গণসমাবেশ ও লিফলেট বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে ময়মনসিংহের ভালুকায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল গণসমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান মাদ্রাসা মাঠে এ গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক, ত্র‍য়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ফখরুদ্দিন আহামেদ বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে ফখরুদ্দিন আহামেদ বাচ্চু বলেন, "ফ্যাসিস্ট ও স্বৈরাচারী সরকার বিদায় হয়েছে, তবে তারেক রহমান ও আগামী নির্বাচনকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। তাই সকলকে ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।"

তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভূমিকার প্রশংসা করে বলেন, "দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটাধিকারের প্রতিষ্ঠা ও ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করে জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করেছেন। তাকে নিয়ে এখনো নানা ষড়যন্ত্র চলছে, তবুও জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে তারেক রহমানের বিকল্প নেই।"

তিনি সতর্ক করে বলেন, "আমাদের মধ্যে গদ্দার ও মীরজাফর আছে এবং থাকবে। ষড়যন্ত্রকারীরা আমাদের উত্তেজিত করার চেষ্টা করবে। তাই আমাদের ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলা করতে হবে।"

ফখরুদ্দিন আহামেদ বাচ্চু সকলকে আহ্বান জানান, দলের নেতাকর্মীর পাশাপাশি সকল ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে সুস্থ ও সুন্দর সমাজ গড়তে। তিনি বলেন, "ভালুকার শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পায়ন নিয়ে বিশেষভাবে কাজ করার প্রয়োজন। বর্তমানে ভালুকায় অনার্স কলেজ, ইংরেজি মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠান, কামিল ও দাওরা হাদিস মাদ্রাসা নেই। অপরিকল্পিত শিল্পায়নের কারণে স্বাস্থ্য ব্যবস্থা হুমকির মুখে এবং নদী-নালা দূষিত হয়ে মানুষের নানা জটিল রোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।"

ফখরুদ্দিন আহামেদ বাচ্চু শেষ কথায় বলেন, “ভালুকাকে আধুনিক, উন্নত ও সমৃদ্ধ করতে আগামী নির্বাচনে সমস্যাগুলি চিহ্নিত করে একটি নির্বাচনী ইশতেহার প্রণয়ন করতে হবে। আমাদের লক্ষ্য ধানের শীষ প্রতীককে সকলের ঐক্যবদ্ধ প্রতীক হিসেবে রূপান্তরিত করা। আগামী নির্বাচনে আমরা শুধু ৩৩ পেয়েই নয়, সকল পরীক্ষায় অংশ নিয়ে ভোটের মাধ্যমে লেটার মার্কসহ গোল্ডেন জিপিএ ৫ পেয়ে ঘরে ফিরতে চাই।"

ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক সদস্য আব্দুর রব তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির আহবায়ক সদস্য আব্দুর রাজ্জাক খাঁনের সঞ্চালনায়। গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমীন মাসুদ, যুগ্ম আহবায়ক গোলজার হোসেন, সাখাওয়াত হোসেন পাঠান, উছমান গনি মল্লিক মাখন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ কারি, আহবায়ক সদস্য আঃ রহিম, আমিনূল ইসলাম খান বাসান, সোহেল তালুকদার প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, সহ দপ্তর সম্পাদক মাসুদ রানা, উপজেলা মহিলাদলের সভাপতি শামীমা রশিদ, উপজেলা কৃষকদলের আহবায়ক তরিকুল ইসলাম তারু, সদস্য সচিব শেখ মেজবাহ উদ্দিন মাসুদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।


একুশে সংবাদ//এ.জে

Link copied!