AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে ১৩ সেনা কর্মকর্তাকে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৩৪ এএম, ২৩ নভেম্বর, ২০২৫

কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে ১৩ সেনা কর্মকর্তাকে

টিএফআই–জেআইসি সেলে গুম-খুনের দুই পৃথক মামলায় গ্রেপ্তার দেখানো ১৩ সেনা কর্মকর্তাকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। এ উপলক্ষে ট্রাইব্যুনাল এলাকা ও আশপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ, র‍্যাব ও বিজিবি। সকাল থেকেই সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যদেরও সতর্ক অবস্থায় কাজ করতে দেখা গেছে।

রোববার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে এ দুই মামলার শুনানি অনুষ্ঠিত হবে। গত ২০ নভেম্বর শুনানি হওয়ার কথা থাকলেও তারিখ পেছানোর আবেদনের পর আজকের দিন ধার্য করা হয়। এর আগে, ২৬ অক্টোবর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ দিন ঠিক করেন।

২২ অক্টোবর একই দুই মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওইদিন পরবর্তী শুনানির তারিখ হিসেবে ২০ নভেম্বর নির্ধারণ করা হয়। এর আগে ৮ অক্টোবর গুমের দুই মামলায় মোট ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও ২২ অক্টোবর শুনানির দিন রাখে ট্রাইব্যুনাল–১।

টিএফআই সেলে গোপন আটক ও নির্যাতনের অভিযোগে করা মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন—শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদসহ র‍্যাবের সাবেক একাধিক মহাপরিচালক ও উচ্চপদস্থ কর্মকর্তারা। এ মামলায় ১০ সেনা কর্মকর্তাকে আগেই হাজির করা হয়।

অন্যদিকে জেআইসি বা ‘আয়নাঘর’ গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকসহ ১৩ জনকে আসামি করা হয়েছে। এ তালিকায় রয়েছেন ডিজিএফআইয়ের কয়েকজন সাবেক মহাপরিচালক, উচ্চপদস্থ সেনা কর্মকর্তা ও গোয়েন্দা কর্মকর্তা।

দুই মামলায় বর্তমানে কারাগারে থাকা ১৩ সেনা কর্মকর্তা হলেন—
ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অব.), লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম, মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকী।

 

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!