AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাটকে কৃষিপণ্য ঘোষণা প্রজ্ঞাপনের গেজেট প্রকাশ


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৬:০০ পিএম, ১ মার্চ, ২০২৩

পাটকে কৃষিপণ্য ঘোষণা প্রজ্ঞাপনের গেজেট প্রকাশ

প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পাটকে কৃষিপণ্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে কৃষি মন্ত্রণালয়। পরে বুধবার (১ মার্চ) প্রজ্ঞাপনের গেজেট প্রকাশ করেছে সরকার।

 

গত ২৬ ফেব্রুয়ারি কৃষি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক সোনালী আঁশ পাটকে কৃষিপণ্য ঘোষণা করা হলো।

 

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। বুধবার (১ মার্চ) কৃষি মন্ত্রণালয় প্রজ্ঞাপনের গেজেট প্রকাশ করে।

 

গত ৯ জানুয়ারি মন্ত্রিসভা বৈঠকে পাটকে কৃষিজাত পণ্য হিসেবে গণ্য করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমান দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে পাটের আঁশের ব্যবহার অনেক বেড়েছে এবং অনেক সম্ভাবনা তৈরি হয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এখন থেকে পাট হবে কৃষিজাত পণ্য। পাট উৎপাদনে উৎসাহ যাতে বেশি দেওয়া যায়, সে জন্য প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন।

 

পাট কৃষিজাত পণ্য হিসেবে বিবেচিত হলে কী ধরনের সুবিধা পাওয়া যাবে- এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কৃষি ঋণ প্রাপ্তিসহ রফতানির ক্ষেত্রে সুযোগ-সুবিধা দেওয়া হবে।

 

একুশে সংবাদ/আজ/এসএপি

Shwapno
Link copied!