আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে লিড আরও বড় আকার নিচ্ছে বাংলাদেশের। তৃতীয় দিন শেষে ৩৬৭ রানের লিডের ওপর ভিত্তি করে চতুর্থ দিনের প্রথম সেশনেই সেটিকে নিয়ে গেছে প্রায় পাঁচশ’র কাছাকাছি (৪৯১)। ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন মুমিনুল হক—টানা দ্বিতীয় ইনিংসে ফিফটি তুলে নিয়ে তিনি সেঞ্চুরির পথে দৌড়াচ্ছেন। অপরপ্রান্তে আছেন প্রথম ইনিংসে শতরান করা মুশফিকুর রহিম, যিনি মধ্যাহ্ন বিরতিতে ৪৪ রানে অপরাজিত।
১ উইকেটে ১৫৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। সাদমান ইসলাম ৬৯ এবং মুমিনুল হক ১৯ রানে অপরাজিত ছিলেন। দিনের শুরুতেই সেঞ্চুরির আক্ষেপ বাড়িয়ে ফেরেন সাদমান। অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে এলবিডব্লিউ হয়ে ১১৯ বলে ৭ চারসহ ৭৮ রানে থামেন তিনি। সিলেট টেস্টের মতো এখানেও সেঞ্চুরির কাছাকাছি গিয়ে থেমে গেলেন বাঁহাতি ওপেনার।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাদমানের আউটের এক রানে ব্যবধানে তিনিও মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন। জর্ডান নিলের করা শর্ট লেংথ বল ব্যাটে ঠিকমতো না লাগায় গালি অঞ্চলে অ্যান্ডি বালবার্নির হাতে ক্যাচ দেন তিনি।
এরপর মুমিনুল ও মুশফিক ক্রিজে স্থির হয়ে ইনিংস মেরামত করেন। মধ্যাহ্ন বিরতির আগেই দুজন মিলে গড়ে ফেলেন ১০৬ রানের জুটি। ম্যাকব্রাইন ও নিলের আগের দুই আঘাত সামলে নিয়ে অভিজ্ঞ এই দুই ব্যাটার দারুণ দক্ষতায় বাংলাদেশের লিড আরও বড় করতে থাকেন। বিরতিতে যাওয়ার সময় মুমিনুল ৭৯ রানে এবং মুশফিক ৪৪ রানে অপরাজিত ছিলেন।
বাংলাদেশ এখন স্পষ্টভাবেই ম্যাচে আধিপত্য বিস্তার করে আছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

