AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১০১ বছর বয়সে মারা গেলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী তোমিইচি মুরাইয়ামা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৫১ এএম, ১৮ অক্টোবর, ২০২৫

১০১ বছর বয়সে মারা গেলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী তোমিইচি মুরাইয়ামা

জাপানের শতবর্ষী (১০১) সাবেক প্রধানমন্ত্রী তোমিইচি মুরাইয়ামা আর নেই। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯২৪ সালে ওইতা প্রদেশে জন্ম নেওয়া মুরাইয়ামা ছিলেন জাপানের ইতিহাসে প্রথম ও একমাত্র সমাজতন্ত্রী প্রধানমন্ত্রী। তিনি ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দেশটির ৮১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

দায়িত্বকালে মুরাইয়ামা আন্তর্জাতিক পরিসরে স্মরণীয় হয়ে আছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের আগ্রাসী ভূমিকার জন্য সরকারি পর্যায়ে প্রকাশ্য দুঃখপ্রকাশ করার উদ্যোগ নেওয়ার কারণে। ১৯৯৫ সালে তার দেওয়া সেই ঐতিহাসিক বক্তব্যে তিনি চীন ও এশিয়ার অন্যান্য দেশের প্রতি ক্ষমা ও গভীর অনুশোচনা প্রকাশ করেন, যা এখনো জাপানের পররাষ্ট্রনীতিতে নীতিগত দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়।

এছাড়া হিরোশিমা ও নাগাসাকির পরমাণু হামলায় বেঁচে যাওয়া মানুষদের চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা নিশ্চিত করতে বিশেষ আইন পাস করান তিনি—যা পরবর্তীতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য বড় সহায়তা হিসেবে কাজ করে।

তার মৃত্যুতে বর্তমান প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা শোক প্রকাশ করে বলেন, “মুরাইয়ামা কঠিন সময়ের দায়িত্বশীল নেতা ছিলেন। শান্তি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তিনি এক অনন্য উদাহরণ।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!