AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আত্রাইয়ে শিক্ষক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত


Ekushey Sangbad
নাজমুল হক নাহিদ, আত্রাই, নওগাঁ
০২:২৮ পিএম, ১৮ অক্টোবর, ২০২৫

আত্রাইয়ে শিক্ষক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে নবগঠিত উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় আত্রাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নওগাঁ জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোট সভাপতি ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নির্বাহী সদস্য হাফিজুর রহমান হাফিজ।

সভা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু হেনা মোস্তফা কামাল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান,জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি এমদাদুল হক মুকুল,উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল চকলেট,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর,প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম,সহসভাপতি এস.এম. ফারুক বখত,প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাবের প্রামানিক,সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম,বিলকিস আক্তার বানু প্রমুখ।

বক্তারা নবগঠিত শিক্ষক সমিতির সদস্যদের অভিনন্দন জানান এবং সমিতির কার্যক্রমে সক্রিয় থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে নবগঠিত সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আব্দুল কাবের প্রামানিক, সাংগঠনিক সম্পাদক ছালেক উদ্দিন প্রামানিক, প্রচার সম্পাদক হাফিজুর রহমানসহ ৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত শিক্ষক সমিতির সদস্যদের নাম পাঠ করা হয়।
নাম পাঠের পর উপস্থিত সবাই করতালির মাধ্যমে তাদের অভিনন্দন জানান।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!