বাংলাদেশে জনগণের রায়ের মাধ্যমে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, সেই সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় ভারত। এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
রোববার (৬ অক্টোবর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব (Diplomatic Correspondents Association, Bangladesh)–এর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।
বিক্রম মিশ্রি বলেন, ‘ভারত চায়, বাংলাদেশের জাতীয় নির্বাচন জনগণের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হোক।’
তিনি আরও বলেন, ‘দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখতে পারস্পরিক শ্রদ্ধা ও সংযম বজায় রাখা জরুরি। উভয় পক্ষেরই উসকানিমূলক বা প্রতিহিংসাপূর্ণ বক্তব্য পরিহার করা উচিত।’
ভারতের পররাষ্ট্র সচিবের মতে, নয়াদিল্লি ও ঢাকার সম্পর্ক ঐতিহাসিকভাবে গভীর, এবং এই সম্পর্ককে আরও শক্তিশালী করাই ভারতের অগ্রাধিকার।
একুশে সংবাদ/এ.জে