চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৯ অক্টোবরের মধ্যে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে থাকা অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
তিনি জানান, এখনও খাতা মূল্যায়নের কাজ চলছে। এ কারণে ফল প্রকাশের তারিখ চূড়ান্ত হয়নি এবং এ বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কোনো বৈঠকও হয়নি। তবে আশা করা হচ্ছে, ১৯ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে। পরীক্ষাটি তিনবার পিছিয়ে যাওয়ায় খাতা মূল্যায়নেও দেরি হয়েছে বলে জানান তিনি।
চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় গত ১৯ আগস্ট এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজারের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল ঢাকা বোর্ডে—২ লাখ ৯১ হাজার ২৪১ জন। রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ড মিলিয়ে কয়েক লাখ শিক্ষার্থী অংশ নেয়। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ছিলেন ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৯ হাজার ৬১১ জন।
প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী, এ পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন এবং শেষ হওয়ার কথা ছিল ১৩ আগস্ট। তবে কয়েকটি বিষয় স্থগিত হওয়ায় পুনঃসূচি অনুযায়ী পরীক্ষা শেষ হয় আগস্টের শেষ দিকে।
একুশে সংবাদ/এ.জে