আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৫০০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও প্রায় এক হাজার মানুষ। রোববার (৩১ আগস্ট) গভীর রাতে আঘাত হানা এই ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর মিলছে। সোমবার (১ সেপ্টেম্বর) স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল মাত্র ৮ কিলোমিটার গভীরে। মূল কম্পনের পর আরও অন্তত তিনটি পরাঘাত অনুভূত হয়, যেগুলোর মাত্রা ছিল ৪.৫ থেকে ৫.২।
সংস্থাটির মূল্যায়নে বলা হয়েছে, এই ভূমিকম্পে বিপর্যয় হতে পারে “বিস্তৃত”, আর প্রাণহানির আশঙ্কা “অত্যন্ত বেশি”। আগের একই সতর্কতার মাত্রার ভূমিকম্পগুলোর মতো এবারও জাতীয় পর্যায়ে তৎপরতা জরুরি বলে মনে করছে ইউএসজিএস।
স্থানীয় গণমাধ্যম আরটিএ জানিয়েছে, হতাহত ও ধ্বংসস্তূপের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে। তালেবান সরকারের কয়েকটি সূত্র বিবিসিকে জানায়, অসংখ্য ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়েছে, ফলে প্রাণহানির সংখ্যা দ্রুত বাড়ছে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের নুরগাল জেলার মাজার উপত্যকা। পাহাড়ি এ অঞ্চলের বহু ঘরবাড়ি ধসে গেছে।
আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্সে লিখেছেন, “গতরাতের ভূমিকম্পে কয়েকটি পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে।” তিনি জানান, কেন্দ্রীয় প্রশাসন ও পার্শ্ববর্তী প্রদেশগুলো থেকে সহায়তা দল পাঠানো হয়েছে এবং উদ্ধারকাজে সব সম্পদ কাজে লাগানো হবে।
একুশে সংবাদ/জা.নি/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

