মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের খাশের চর গ্রামের সিরাজুল ইসলামের বড় মেয়ে সুমাইয়া আক্তার (১৬) হরগজ বাজার থেকে নিখোঁজ হয়ে গেছেন।
গত ১৪ আগস্ট, একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হরগজ বাজারে আসেন সুমাইয়া। এরপর থেকে তিনি বাড়ি ফিরে আসেননি।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় সাটুরিয়া ডাক বাংলোতে সংবাদ সম্মেলন করেন সুমাইয়ার বাবা সিরাজুল ইসলাম ও মা নিলুফা ইয়াসমিন। তারা জানান, দেড় মাস পার হয়ে গেলেও মেয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। তারা প্রশাসনের কাছে অনুরোধ জানান, মেয়ের অবস্থান দ্রুত জানাতে হস্তক্ষেপ করুন।
সিরাজুল ইসলাম বলেন, “৪৫ দিন ধরে আমার মেয়ে নিখোঁজ। আমি চাই, প্রশাসন তার সন্ধান দিন। আমার মেয়ে জীবিত নাকি মৃত, তা জানতে চাই।”
সাটুরিয়া থানার উপ-পরিদর্শক রায়হান জানান, নিখোঁজের বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্ত কাজ চলমান রয়েছে।
ওসি মোঃ শাহিনুল ইসলাম আরও জানান, অভিযোগের বিষয়টি উপ-পরিদর্শক রায়হানকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তদন্ত অব্যাহত আছে।
একুশে সংবাদ/এ.জে