AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতিসংঘে পাকিস্তানকে তীব্র সমালোচনা করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৩৪ এএম, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

জাতিসংঘে পাকিস্তানকে তীব্র সমালোচনা করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বক্তব্য দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। স্থানীয় সময় রবিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রদত্ত বক্তব্যে তিনি পাকিস্তানকে সন্ত্রাসবাদের প্রধান উৎস হিসেবে উল্লেখ করেন।

জয়শঙ্কর বলেন, “বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের একটি বড় কেন্দ্র হলো একটি দেশ। যখন কোনো রাষ্ট্র সন্ত্রাসবাদকে নীতির অংশ করে নেয়, যখন সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় দেওয়া হয় এবং তাদের প্রশংসা করা হয়—তখন এমন কার্যকলাপকে দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাতে হবে।”

ভারতের শীর্ষ কূটনীতিক অভিযোগ করেন, গত কয়েক দশকে ভারতে সংঘটিত বিভিন্ন সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তান দায়ী। তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে আসছে।

অপারেশন সিঁদুর প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “ভারত তার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে এবং হামলাকারীদের বিচারের আওতায় এনেছে।”

এছাড়া তিনি আরও বলেন, “সন্ত্রাসবাদের অর্থায়নের পথ বন্ধ করতে হবে, এবং এর পৃষ্ঠপোষক দেশগুলোর ওপর অব্যাহত চাপ সৃষ্টি করতে হবে। যারা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়, শেষ পর্যন্ত তারাই এর ভুক্তভোগী হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!