অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৭৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৬ হাজার ৫ জনে। আহত হয়েছেন আরও ১ লাখ ৬৮ হাজারের বেশি মানুষ। রোববার (২৮ সেপ্টেম্বর) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু সংবাদ সংস্থা।
বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৭৯ জনের মৃতদেহ স্থানীয় হাসপাতালগুলোতে আনা হয়েছে। এর মধ্যে দু’জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। এ সময় আহত হয়েছেন অন্তত ৩৭৯ জন। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এবং পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় তাদের উদ্ধার সম্ভব হয়নি।
এ ছাড়া, মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন আরও ৬ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন অন্তত ৬৬ জন। শুধু ২৭ মে থেকে এখন পর্যন্ত সহায়তা সংগ্রহের চেষ্টায় প্রাণ হারিয়েছেন ২ হাজার ৫৬৬ জন এবং আহত হয়েছেন প্রায় ১৮ হাজার ৭৭০ জন।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার অভিযোগে মামলা চলছে ইসরায়েলের বিরুদ্ধে।
তবুও গাজায় চলমান এই আগ্রাসন থেমে নেই, বরং প্রতিদিন বাড়ছে নিহতের সংখ্যা। বিশ্বজুড়ে এ নিয়ে নিন্দার ঝড় বইছে।
একুশে সংবাদ/এ.জে