AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গির্জায় প্রবেশ করে সাবেক মার্কিন সেনার গুলি, হামলাকারীসহ নিহত ৫


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:২৩ এএম, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

গির্জায় প্রবেশ করে সাবেক মার্কিন সেনার গুলি, হামলাকারীসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে এক গির্জায় বন্দুক হামলায় অন্তত চারজন নিহত ও আটজন আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়। রবিবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে গ্র্যান্ড ব্ল্যাংক শহরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হামলাকারী গাড়ি চালিয়ে গির্জার ভেতরে ঢুকে অ্যাসল্ট রাইফেল দিয়ে নির্বিচারে গুলি চালায়। এরপর ভবনে অগ্নিসংযোগও করে সে। হামলার সময় শতাধিক মানুষ প্রার্থনার প্রস্তুতিতে উপস্থিত ছিলেন।

নিহত হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তার নাম থমাস জ্যাকব স্যানফোর্ড (৪০)। মিশিগানের বার্টনে জন্ম নেওয়া স্যানফোর্ড ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত ইরাকে মার্কিন মেরিন বাহিনীতে কর্মরত ছিলেন।

পুলিশপ্রধান উইলিয়াম রেনি জানান, হামলার মাত্র আধা মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় টহল টিম। গির্জার পার্কিং লটে পুলিশের গুলিতেই নিহত হয় স্যানফোর্ড।

হামলায় ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, হত্যার উদ্দেশ্য খুঁজে বের করতে হামলাকারীর বাসা ও ব্যক্তিগত ডিভাইস তল্লাশি চালানো হচ্ছে।

প্রসঙ্গত, এ ঘটনার মাত্র ১৪ ঘণ্টা আগে পার্শ্ববর্তী নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সাউথপোর্ট শহরে একটি পানশালায় বন্দুক হামলায় তিনজন নিহত ও পাঁচজন আহত হন।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে এক গির্জায় বন্দুক হামলায় অন্তত চারজন নিহত ও আটজন আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়। রবিবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে গ্র্যান্ড ব্ল্যাংক শহরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হামলাকারী গাড়ি চালিয়ে গির্জার ভেতরে ঢুকে অ্যাসল্ট রাইফেল দিয়ে নির্বিচারে গুলি চালায়। এরপর ভবনে অগ্নিসংযোগও করে সে। হামলার সময় শতাধিক মানুষ প্রার্থনার প্রস্তুতিতে উপস্থিত ছিলেন।

নিহত হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তার নাম থমাস জ্যাকব স্যানফোর্ড (৪০)। মিশিগানের বার্টনে জন্ম নেওয়া স্যানফোর্ড ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত ইরাকে মার্কিন মেরিন বাহিনীতে কর্মরত ছিলেন।

পুলিশপ্রধান উইলিয়াম রেনি জানান, হামলার মাত্র আধা মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় টহল টিম। গির্জার পার্কিং লটে পুলিশের গুলিতেই নিহত হয় স্যানফোর্ড।

হামলায় ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, হত্যার উদ্দেশ্য খুঁজে বের করতে হামলাকারীর বাসা ও ব্যক্তিগত ডিভাইস তল্লাশি চালানো হচ্ছে।

প্রসঙ্গত, এ ঘটনার মাত্র ১৪ ঘণ্টা আগে পার্শ্ববর্তী নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সাউথপোর্ট শহরে একটি পানশালায় বন্দুক হামলায় তিনজন নিহত ও পাঁচজন আহত হন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!