AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যে কোনো সময় ভেনেজুয়েলায় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:২৯ এএম, ৬ সেপ্টেম্বর, ২০২৫

যে কোনো সময় ভেনেজুয়েলায় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র যে কোনো সময় সামরিক অভিযান চালাতে পারে বলে ধারণা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুয়ের্তো রিকোর সামরিক ঘাঁটিতে এফ-৩৫ যুদ্ধবিমান পাঠানোর নির্দেশ দেওয়ার পর এ আশঙ্কা বাড়ে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দেশটির কয়েকটি সংবাদমাধ্যম জানায়, ভেনেজুয়েলার ভেতরে সক্রিয় মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে এ অভিযান চালানো হতে পারে। এ বিষয়ে ওয়াশিংটনের একটি সূত্র নিশ্চিত করেছে, অন্তত ১০টি যুদ্ধবিমান সেখানে মোতায়েন করা হচ্ছে, যা মাদকচক্রের ওপর হামলায় ব্যবহার হবে। এসব চক্রকে যুক্তরাষ্ট্র ‘মাদক-সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করছে।

অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ তুলেছেন, যুক্তরাষ্ট্র তার সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে। তিনি বলেন, “আমরা চাই না সহিংস উপায়ে সরকার পরিবর্তন হোক। যুক্তরাষ্ট্র যেন ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও শান্তিপূর্ণ থাকার অধিকারকে সম্মান করে।” মাদুরো আরও জানান, “আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে শ্রদ্ধা করি। কোনো মতবিরোধ থাকলেও তা সংলাপের মাধ্যমেই সমাধান সম্ভব, যুদ্ধের মাধ্যমে নয়।”

এ অবস্থায় ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন সরকার পরিবর্তনের পরিকল্পনার কথা বলেনি। তবে তারা ভেনেজুয়েলার নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছে। তিনি ইঙ্গিত দেন, চলতি বছরের জানুয়ারির প্রেসিডেন্ট নির্বাচনের কথা, যেখানে মাদুরো জয়ী হলেও পশ্চিমা দেশগুলো ফলাফলের বৈধতা স্বীকার করেনি।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!