AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ট্রাম্পের শুল্ক নীতিতে ব্রাজিলের রপ্তানি আয়ে বড় ধস


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৯:৫৭ এএম, ৫ সেপ্টেম্বর, ২০২৫

ট্রাম্পের শুল্ক নীতিতে ব্রাজিলের রপ্তানি আয়ে বড় ধস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বাড়তি শুল্কের প্রভাবে আগস্ট মাসে যুক্তরাষ্ট্রে ব্রাজিলের রপ্তানি আয় প্রায় এক-পঞ্চমাংশ কমে গেছে। সরকারি হিসাবে দেখা গেছে, চলতি বছরের আগস্টে রপ্তানি কমে দাঁড়ায় ২.৭৬ বিলিয়ন ডলারে, যা এক বছর আগে একই সময়ে ছিল ৩.৩৯ বিলিয়ন ডলার।

গত ৬ আগস্ট ট্রাম্প প্রশাসন ব্রাজিলের একাধিক পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপ করে। ল্যাটিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির বিরুদ্ধে এই পদক্ষেপকে তিনি “শাস্তিমূলক ব্যবস্থা” বলে ঘোষণা দেন।

ট্রাম্পের অভিযোগ, ব্রাজিল তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র এবং সাবেক ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সঙ্গে অবিচার করছে। বলসোনারো বর্তমানে একটি মামলায় অভিযুক্ত, যেখানে বলা হচ্ছে ২০২২ সালের অক্টোবরে নির্বাচনে হেরে যাওয়ার পর তিনি বিজয়ী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভার শপথ অনুষ্ঠান ঠেকাতে ষড়যন্ত্র করেছিলেন। আগামী সপ্তাহে মামলার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে।

ব্রাজিলের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, শুল্ক বৃদ্ধির কারণে দেশটির অন্যতম প্রধান রপ্তানি পণ্য চিনি রপ্তানি কমেছে ৮৮.৪ শতাংশ। একই সঙ্গে তাজা গরুর মাংস রপ্তানি কমেছে ৪৬.২ শতাংশ। যদিও প্রায় ৭০০টি ব্রাজিলিয়ান পণ্যকে নতুন শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে নেতিবাচক প্রভাব কিছুটা কাটিয়ে উঠতে ব্রাজিল বিকল্প বাজারে সাফল্য পেয়েছে। চীন, আর্জেন্টিনা ও মেক্সিকোতে রপ্তানি বেড়ে যাওয়ায় সামগ্রিকভাবে দেশের মোট রপ্তানি আয় সামান্য হলেও বৃদ্ধি পেয়েছে।

 


একুশে সংবাদ/জা.নি/এ.জে

Link copied!