নিজের কুকুরের কারণে গুলিবিদ্ধ হয়েছেন পেনসিলভানিয়ার এক ব্যক্তি। ৫৩ বছর বয়সী ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। অদ্ভুত এ দুর্ঘটনায় দ্রুত তার বাড়িতে ছুটে যেতে বাধ্য হয় পুলিশ।
ঐ ব্যক্তি জানান, তিনি তার শটগান পরিষ্কার করছিলেন এবং বন্দুকটি বিছানায় রেখেছিলেন। ঠিক তখনই তার কুকুরটি বিছানায় লাফিয়ে ওঠে।
তিনি আরো জানান , কুকুরটি নাকি ভেবেছিল- মালিক বন্দুকটি নামিয়ে রাখায় তাকে আদর করার উপযুক্ত সময় এসেছে। সেই লাফানোর সময়ই দুর্ঘটনাবশত বন্দুকটি থেকে গুলি ছুটে যায়। তাতে বিদ্ধ হন ওই ব্যক্তি। ডেইলি মেইল এ খবর দিয়েছে। এতে বলা হয়, ওই ব্যক্তির ছেলে রাত ১১টা ১৩ মিনিটে ৯১১-এ ফোন করে জানান, স্টেট স্ট্রিটের ৩০০ ব্লকে একজন পুরুষ গুলিবিদ্ধ হয়েছেন।
ডেইলি মেইলের খবরে বলা হয়, প্রথম রিপোর্টে জানা যায় না গুলি কে করেছে। শুধু জানা যায়, একজনের পিঠের নিচের দিকে শটগানের গুলি লেগেছে। পুলিশ পৌঁছানোর আগেই তারা জানতে পারে- কুকুরটি বিছানায় লাফিয়ে ওঠায় শটগানটি থেকে গুলি ছুটে যায়। তা ওই ব্যক্তিকে আঘাত করে। পুলিশ আরও জানায়, বন্দুক পরিষ্কারের কোন পর্যায়ে তিনি ছিলেন, তা নিশ্চিত নয়। বন্দুকের ভেতরে একটি খালি শেল পাওয়া গেছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কুকুরের থাবা ট্রিগারে আটকে গিয়েছিল কিনা, বা সেফটি অফ ছিল কিনা, অথবা কোনো নির্মাণগত ত্রুটি ছিল কিনা। ঘটনার পর আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেয়া হয় এবং তার আঘাতের জন্য প্রথম দফায় সার্জারি করা হয়। ঘটনাটি তদন্তাধীন থাকলেও পুলিশ প্রাথমিকভাবে বলছে- এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে।
স্বাভাবিকভাবেই প্রতিটি অস্ত্রকে সবসময় লোডেড বলে মনে করে ব্যবহার করা উচিত। গুলির সময় ওই ব্যক্তি ও তার ছেলে দু’জনেই আলাদা কক্ষে ছিলেন এবং ঘরে আর কেউ ছিল না। বাসায় আরও দুইটি কুকুর ছিল। পিঠে গুলিবিদ্ধ ওই ব্যক্তির প্রথম অস্ত্রোপচারের পর আরও একটি সার্জারি প্রয়োজন হয়। তার আঘাতের সম্পূর্ণ মাত্রা এখনও স্পষ্ট নয়।
একুশে সংবাদ/এসআর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

