পাকিস্তানে পৃথক তিনটি সন্ত্রাসী হামলায় অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে সেনা সদস্যও রয়েছেন। বার্তা সংস্থা এএফপি জানায়, সবচেয়ে ভয়াবহ হামলাটি ঘটেছে বেলুচিস্তান প্রদেশে একটি রাজনৈতিক সমাবেশে।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, কোয়েটার একটি স্টেডিয়ামে বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) সমাবেশে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হন। পার্কিং লটে হওয়া ওই বিস্ফোরণে বহু মানুষ আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার সময় দলটির প্রধান আখতার মেঙ্গাল সমাবেশ শেষ করে চলে যাচ্ছিলেন। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তিনি নিরাপদ আছেন।
বেলুচিস্তানেরই আরেক ঘটনায় ইরান সীমান্তবর্তী জেলায় আধাসামরিক বাহিনীর একটি দল বাড়িতে তৈরি বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এতে বাহিনীর ৫ সদস্য নিহত হন। তবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি।
এছাড়া খাইবার পাখতুনখোয়ার বান্নু এলাকায় আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী গাড়িবোমা হামলা হয়। বিস্ফোরণের পর আরও পাঁচজন হামলাকারী ভেতরে ঢুকে পড়ে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে দীর্ঘ ১২ ঘণ্টা গোলাগুলির পর নিহত হয়। এই ঘটনায় ছয় সেনা প্রাণ হারান।
পরে জঙ্গি সংগঠন ইত্তেহাদ-উল-মুজাহিদিন পাকিস্তান বান্নুর হামলার দায় স্বীকার করেছে।
একুশে সংবাদ/এ.জে