শেরপুরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা কমিটি থেকে একযোগে ১৫ জন নেতা পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের শ্রীশ্রী গোপালবাড়ী জিউর মন্দিরে পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।
পদত্যাগকারীদের মধ্যে ১০ জন যুগ্ম আহ্বায়ক এবং ৫ জন সদস্য রয়েছেন। যুগ্ম আহ্বায়করা হলেন— প্রবাল সূত্রধর, মিঠুন পাল, তুষার ভৌমিক, তপন সাহা, তুলশী পাল, সোহাগ চন্দ্র দে, সঞ্জু চক্রবর্তী, মহাদেব সাহা, সঞ্জয় সাহা নিপু ও বিমল হরিজন। অন্যদিকে সদস্যরা হলেন— সঞ্জয় রায়, গোপাল সাহা, রাজীব সোম, বরেন কোচ ও প্রান্ত পাল।
পদত্যাগী নেতারা জানান, অভ্যন্তরীণ নানা কারণে তারা সংগঠন থেকে সরে দাঁড়ালেও ভবিষ্যতে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ চালিয়ে যাবেন।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে