AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:০৩ পিএম, ২ সেপ্টেম্বর, ২০২৫

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম

জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভো মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘোষণা দেন। খবর– আল জাজিরা।

তিনি জানান, ফিলিস্তিন স্বীকৃতির পাশাপাশি ইসরায়েলি সরকারের বিরুদ্ধে অন্তত ১২টি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এসবের মধ্যে রয়েছে অধিকৃত বসতি থেকে আমদানি করা পণ্যের ওপর নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারি ক্রয় চুক্তি পুনর্মূল্যায়ন।

এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইউএনজিএ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। পরবর্তীতে আরও কয়েকটি দেশ একই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে, যদিও কিছু দেশ শর্তসাপেক্ষে স্বীকৃতির অবস্থান নিয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ বছরের এপ্রিল পর্যন্ত ১৯৩ সদস্য দেশের মধ্যে অন্তত ১৪৭টি দেশ ইতোমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

বেলজিয়ামের এ সিদ্ধান্ত এসেছে এমন সময়ে, যখন গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৬৩ হাজার ৪৫৯ জনে এবং আহত হয়েছেন আরও এক লাখ ৬০ হাজার ২৫৬ জন।

 

একুশে সংবাদ/চ.ট/এ.জে

Link copied!