নড়াইলের কালিয়া ও নড়াগতী উপজেলায় পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
কালিয়া উপজেলায় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে সেপটিক ট্যাংক থেকে জুনায়েদ সর্দার (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুনায়েদ পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামের আলমগীর সর্দারের ছেলে। স্থানীয়দের বরাতে জানা গেছে, মা–এর সঙ্গে খালাবাড়িতে বেড়াতে গিয়ে খেলার ছলে ফড়িং ধরার সময় নিখোঁজ হয়। পরে সেপটিক ট্যাংকের ভাঙা ঢাকনা থেকে জুতা দেখে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকলেও থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
একই দিন রাতে নড়াগাতী উপজেলায় অর্ধগলিত অজ্ঞাত মরদেহের পরিচয় পাওয়া গেছে। মৃত ব্যক্তি মুন্নি খানম (২০), নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নের নলামারা গ্রামের প্রবাসী শিমুল মিনারের মেয়ে। মরদেহ উপজেলা যোগানিয়া-নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের ডোবা থেকে উদ্ধার করা হয়। মুন্নি প্রায় এক বছর আগে খুলনার তেরখাদা উপজেলার কুশলা গ্রামের হৃদয়ের সঙ্গে বিবাহিত হয়েছিলেন। নিখোঁজ হওয়ার তিনদিন পর স্থানীয়রা ডোবায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
নড়াগাতী থানা পুলিশের ওসি আশিকুর রহমান জানান, মরদেহটি শনাক্ত ও ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় তদন্ত চলমান এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে