AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়ালো


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:০৩ পিএম, ২ সেপ্টেম্বর, ২০২৫

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়ালো

আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি আশঙ্কাজনকভাবে বাড়ছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, শুধু কুনার প্রদেশেই নিহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ১ হাজার ৪১১ জনে। আহত হয়েছেন আরও ৩ হাজারের বেশি মানুষ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রায় ৫ হাজার ৪০০ ঘরবাড়ি।

আফগান রেড ক্রিসেন্ট প্রথমে ১ হাজারের কিছু বেশি মৃত্যুর তথ্য জানালেও চলমান উদ্ধার অভিযানে সংখ্যাটা দ্রুত বাড়ছে। প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে রাস্তা ও যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। স্থানীয়দের ভাষ্যে, অনেক গ্রামই মাটির সঙ্গে মিশে গেছে।

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে মরিয়া চেষ্টা চালাচ্ছেন। কুনারের নুরগাল জেলার এক প্রত্যক্ষদর্শী বলেন, “শিশুরা ধ্বংসস্তূপে চাপা পড়েছে, বৃদ্ধরাও একইভাবে মারা গেছেন। আমাদের জরুরি আন্তর্জাতিক সহায়তা দরকার।”

গত রোববার (৩১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ছয় মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। কেন্দ্র ছিল জালালাবাদ থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে এবং ভূকম্পনের গভীরতা ছিল মাত্র আট কিলোমিটার। মূল ভূমিকম্পের পর একাধিক আফটারশক পরিস্থিতিকে আরও আতঙ্কজনক করে তোলে।

এর ঠিক আগেই নানগারহার ও কুনারে আকস্মিক বন্যায় পাঁচজন নিহত ও অন্তত ৪০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, হিন্দুকুশ পর্বতমালা টেকটোনিক প্লেটের সংযোগস্থলে থাকায় দেশটি ভূমিকম্পপ্রবণ এবং প্রায়ই ভয়াবহ কম্পনে ক্ষতিগ্রস্ত হয়।

ক্রমাগত প্রাকৃতিক দুর্যোগ আফগানিস্তানকে তীব্র মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।

 

একুশে সংবাদ/জা.নি/এ.জে

Link copied!