AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজায় ইসরায়েলি হামলায় আরও ১১৯ ফিলিস্তিনি নিহত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৪৩ এএম, ৪ আগস্ট, ২০২৫

গাজায় ইসরায়েলি হামলায়  আরও ১১৯ ফিলিস্তিনি নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর টানা হামলায় আরও ১১৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ফলে অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৮৩৯ জনে।

রোববার (৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ১১৯টি মরদেহ এবং ৮৬৬ জন আহতকে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত আহতের মোট সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৫৮৮ জন।

বিবৃতিতে আরও জানানো হয়, ধ্বংসস্তূপ ও রাস্তার পাশে পড়ে থাকা বহু মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার তৎপরতায় বাধা থাকায় প্রকৃত প্রাণহানি ও আহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া, মানবিক ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় ৬৫ জন নিহত এবং ৫১১ জনের বেশি আহত হয়েছেন। এর মাধ্যমে ত্রাণ সংগ্রহকালে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৮৭ জনে। গত ২৭ মে থেকে এই পরিস্থিতিতে আহত হয়েছেন ১০ হাজার ৫৭৮ জন।

এর আগে, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় সম্ভাব্য যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

একইসঙ্গে, গাজা আক্রমণের ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতেও গণহত্যার অভিযোগের মুখোমুখি হয়েছে ইসরায়েল। যদিও বৈশ্বিক সমালোচনা ও আইনি পদক্ষেপ সত্ত্বেও, অঞ্চলটিতে ইসরায়েলের সামরিক অভিযান থামছে না।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!