আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২২ জনে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আব্দুল মতিন জানিয়েছেন, কুনার প্রদেশে ৬১০ জন ও নানগারহারে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
সরকারি বিবৃতিতে বলা হয়, কুনারে আরও অন্তত ১ হাজার ৩০০ জন আহত হয়েছেন এবং শত শত ঘরবাড়ি ধসে পড়েছে। অন্যদিকে নানগারহারে আহতের সংখ্যা ২৫৫ ছাড়িয়েছে। সেখানেও বেশ কিছু ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার (৩১ আগস্ট) স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে আঘাত হানা ৬ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল জালালাবাদ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ এ তথ্য দিয়েছে।
ভূমিকম্প-আক্রান্ত এলাকাগুলো দুর্গম হওয়ায় সঠিক ক্ষয়ক্ষতির হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে। ভূমিধস ও বন্যায় বহু রাস্তা বিচ্ছিন্ন হয়ে গেছে, কোথাও আবার মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না। ফলে উদ্ধার কার্যক্রম মূলত হেলিকপ্টারের ওপর নির্ভর করছে। ইতিমধ্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে সেনা হেলিকপ্টার পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের পর অন্তত ডজনখানেক পরাঘাত অনুভূত হয়েছে। আতঙ্কে মানুষজন ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় রাত কাটিয়েছেন। নানগারহারের এক তরুণ জানান, জীবনে এত শক্তিশালী ভূমিকম্প তিনি কখনো দেখেননি।
এদিকে নানগারহারের হাসপাতালগুলোতে রক্তের সংকট দেখা দেওয়ায় স্থানীয়রা দলে দলে রক্তদান করছেন। একই সঙ্গে তালেবান সরকার আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে জরুরি সহায়তার আহ্বান জানিয়েছে।
একুশে সংবাদ/এ.জে